Saturday, July 22, 2017

গরুর মাংসের পর এবার মাছ খাওয়ার উপর নিষেধাজ্ঞা



ভারতে গরুর মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞার পর এবার মাছ নিয়ে ফতোয়া জারি করেছে ভারতের ‘সারা ভারত মৎস রক্ষা কমিটি’ নামের একটি সংগঠন।
জানা গেছে, গরুর পর এবার হিন্দু ধর্মালম্বীদের ঈশ্বরের আসনে বসতে চলেছে ‘মাছ’।
মৎস রক্ষকদের মতে, মাছ হল ভগবান বিষ্ণুর একটি অবতার। অর্থাৎ তাদের মতে মাছ খাওয়া আর ঈশ্বরকে খাওয়া সমান।
এবেলার খবরে বলা হয়েছে, এই সংগঠনেরই এরকম একটি পোস্ট দেশটির সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। কিন্তু গরুর মতো মাছ খাওয়াকে কেন্দ্র করে সারা ভারতে নরহত্যার মতো ঘটনা ঘটে কি না তাই এবার দেখার বিষয়।

No comments:

Post a Comment

Fun Video